1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১৭ বছরের কারাদণ্ড বিএনপি জাতীয় সরকারগঠন করে ক্ষমতায় যাবে। ফরিদপুরে বিএনপি’র বিশ্ব গণতন্ত্র দিবস পালিত। নিক্সন চৌধুরীসহ ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা ফরিদপুরে সাড়ে তিন বছর পর হত্যা মামলা দায়ের, চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদ ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবুসহ ১১৪ জনের নামে হত্যা মামলা ফরিদপুরে নিক্সন চৌধুরীসহ ১১০ জনকে আসামি করে থানায় এজাহার ফরিদপুরে আ’লীগ নেতা, ইউপি চেয়ারম্যান মজনুকে দূর্ণীতিবাজ আখ্যা দিয়ে অপসারণ দাবী ফরিদপুর বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ফরিদপুরে চাকরি পুনর্বহাল এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  ফরিদপুরে শিক্ষার্থীদের অভিযানে মিললো সরকারি চাল-আটা, ৪ গুদাম সিলগালা

আই এস এফ ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০২৪ এ অংশগ্রহণ করে ফরিদপুর চাদের হাট গার্লস ফুটবল একাডেমীর ৪ ফুটবলার ফিরলো দেশে।

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪, ২.৫৬ পিএম
  • ২৯ জন সংবাদটি পড়েছেন।

আই এস এফ ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০২৪ এ অংশগ্রহণ করে ফরিদপুর চাদের হাট গার্লস ফুটবল একাডেমীর ৪ ফুটবলার ফিরলো দেশে।
শাহাদাত হোসেন তিতু, চীন থেকে ফিরে।
সেই ২০১৭ সালের শেষ দিক থেকে মহিলা ফুটবলের অগ্রগতির জন্য কাজ করে যা”েছ চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী। অবৈতনিক এই গার্লস ফুটবল একাডেমি বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল দিয়ে শুরু হওয়া ফুটবলাররা এবার বিশ্ব ফুটবল দরবারে হাজির হয়েছিল। ২০১৮ সালের বঙ্গমাতা প্রাইমারি স্কুল পর্যায়ের ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হওয়া দিয়ে শুরু হয়, বিজয়ের যাত্রা। প্রতিবছর অনূর্ধ্ব ১২ অনূর্ধ্ব ১৪ অনূর্ধ্ব ১৫,ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবলে বেশিরভাগই ছিল চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার অর্জন। বিভিন্ন তথ্যচিত্রে জানা যায়,ফরিদপুর জেলা এর আগে মহিলা ফুটবলে এতগুলি ট্রফি পাইনি। যা চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমি ফুটবলাররা এনে দিয়েছে।এদিকে আসার বিষয় হলো বিশ্ব দরবারে ফুটবলে অংশগ্রহণের জন্য ভিসা ফি অন্যান্য খরচাদি র জন্য অর্থ সহযোগিতা দিয়েছে একাডেমীর প্রশিক্ষণাথীরা। যুথী, তমালিকা, উর্মি জানায় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ফুটবলার হতে চেষ্টা করছি আমাদের একাডেমির মেয়েরা বিশ্ব দরবারে ফুটবল প্রদর্শন করবে, আমরা গর্বিত, আগামী তে এ সুযোগ আমরাও পাব আরো ভালো করবো বলে আশাবাদী। ১৭ মে ২৭ মে পর্যন্ত ইন্টারন্যাশনাল স্কুল ফেডারেশনের আয়োজনে (আই এস এফ) বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের(বি এস এস এ) সহযোগিতায় বাংলাদেশ স্কুল ফুটবল টিম গিয়েছিল চীনের ডালিয়ার শহরে বিশ্ব স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ অংশগ্রহণ করতে। চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী র হুমায়ারা হিমু, শম্পা আক্তার, ঋতু আক্তার ও প্রিয়ন্তী দে, চারজন ফুটবলার অংশ নিয়েছিল বাংলাদেশ টিমে। সেখানে বাংলাদেশ, ব্রাজিল, জার্মানি কেনিয়া, তুরস্ক, মরক্কো অর্থাৎ ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বালক -বালিকা গ্রুপের ৫১ টি দেশের”টিম অংশগ্রহণ করেছিল । সেই মহা কর্মযজ্ঞে চাঁদের হাটে আজ ফুটবল একাডেমীর চারজন ও বিভিন্ন জেলার আরো দশ জন মোট ১৪ জন খেলোয়ার, টিম ডেলিগেটর, টিম ম্যানেজার, সেভ গার্ড অফিসার, দুইজন কোচ, একজন রেফারীসহ মোট বিশ জনের একটি টিম উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাপনী পর্যন্ত অব¯’ান করে ২৮ শে মে বাংলাদেশে ফিরে আসেন। চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর চীন সফরকারি ফুটবলাররা বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, এত বড় আয়োজনে কোন অংশগ্রহণ করিনি আগামীতে আরো ভালো করবো বলে আশাবাদী। প্রতিদিনের নানা কর্মশালায় অংশ নিয়ে আরো বেশি অভিজ্ঞতা অর্জন করা গেছে। পোস্ট শাহাদাত হোসেন তিতু জানান, এটা আমাদের জন্য একটা বড় এচিভমেন্ট বিশ্ব ফুটবল দরবারে পদচারনা পৌঁছে যাবে অনেক পাওয়া অজপাড়া গায়ের মেয়েরা ফুটবলে হাজির হবে ভাবতেই অবাক লাগে ধন্যবাদ জানান বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন (বি এস এস এ) কে। তারা আমাদেরকে সিলেকশন করে না পাঠালে এর সাদ পেতাম না। অনেক বড় আয়োজন একেবারে বিশ্বকাপের আয়োজন যেখানে প্রতিটি টিমের সার্বক্ষণিক নজরদারি ছিল বিশ্বকাপ ফুটবল যেমনটি এখানে কমতি ছিল না আয়োজনকারী সং¯’া ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন ও আয়োজক দেশ চীন প্রজাতন্ত্র, ধন্যবাদ পাওয়ার যোগ্য, রইল বিনদ্ম শ্রদ্ধা। এদিকে বাংলাদেশ টিমের ফুটবলারদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক মুগ্ধ করেছে টিম ম্যানেজার সাবরিনা ইসলামের নেতৃত্বে চমৎকার এই বাংলার লোকজ ও নৃত্যনাট্য পল্লীকবি জসিম উদ্দিনের মেঠো সুরের ¯’ান। টিম ম্যানেজার সাবরিনা জানান, অন্যান্য টিমের শারীরিক গঠন ও আবহাওয়া কত কারণে আমরা একটু পিছিয়ে আছি তাছাড়া একটি খেলায় জিতে আমাদের শক্তি প্রমান করেছি। আগামীতে আরো ভালো করার চেষ্টা করব। বাংলাদেশ ডিমের ডেলিকেটার তানজিল আলম বলেন, আমাদের প্র্যাকটিসের মাত্রা আরো বাড়াতে হবে, আগামীতে ভালো করবে প্রত্যাশা করছি। যে স্কুল মাঠে অনুশীলন করে বড় হয়েছে চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমি ফুটবলাররা, সেই স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দাস বললেন, আমরা আমার স্কুলের মেয়েরা চীনে খেলতে গেছে ভালো লাগছে আমার, আমি গর্বিত, ফরিদপুর জেলা গর্বিত, বাংলাদেশ গর্বিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION