ফরিদপুরে শহীদ সুফি নাট্য চক্রের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শহীদ সুফি নাট্য চক্রের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহীদ সুফি ক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ সুফি নাট্য চক্রের সদস্য কচি সাহার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেয়া সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ম আহমেদ নিজাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহাদাত হোসেন তিতু সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বহুরূপী নাট্য সংস্থার সভাপতি আব্দুস সালাম, বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান, বৈশাখী নাট্যগোষ্ঠীর প্রতিনিধি নন্দিতা ঘোষ, শিল্পী পরিবারের সহ-সভাপতি মোহাম্মদ সেকেন্দার, শহীদ সুফি নাট্যচক্রের সদস্য অরুন মন্ডল, মিন্টু হাজরা, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সোহাগ, এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অনুপ চক্রবর্তী জনি সহ শহীদ সুফি নাট্যচক্রের সদস্যবৃন্দ এবং শিল্পী পরিবারের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা শহীদ সুফি নাট্যচক্রের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
তারা বলেন এপর্যন্ত এই সংগঠনটি প্রায় ২০ টি নাটক পরিবেশন করেছে।
এবং আগামীতে আরো ভালো মানের নাটক উপহার দেবেন বলে প্রত্যাশা করেন। বক্তারা বলেন শহীদ সুফি নাট্য চক্র ফরিদপুরে
একটা প্রতিষ্ঠিত নাট্য সংগঠন হিসেবে ইতিমধ্যে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে একটা অবস্থান তৈরি করতে পেরেছে। তারা এজন্য সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আরো ভালো অবস্থান তৈরি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এ অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply