1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বিএনপির মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধভাবে মজুত করা ৪ হাজার বস্তা সার জব্দ ফরিদপুরের সালথায় ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পেটালো ছাত্রদল নেতা! ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবলসহ দুজনকে গণপিটুনি ফরিদপুরে ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ৩ ফরিদপুরে সুস্থ জীবন গড়ার আহ্বানে ফ্রি মেডিকেল ক্যাম্প ফরিদপুরে বিএনপি নেতাসহ ২৯ জনের নামে চাঁদাবাজির মামলা ফরিদপুরে শহীদ সুফি  নাট্য চক্রের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে লেন পাল্টে ডানপাশে আসাতেই সংঘর্ষ, ঝরে গেলো ৫ প্রাণ টানা ১৪ বছর ‘স্বঘোষিত’ এমপি ছিলেন সাজেদার দুই ছেলে, দেখাতেন দাপট

ফরিদপুরের সালথায় ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পেটালো ছাত্রদল নেতা!

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১১.২১ পিএম
  • ১৮ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরের সালথায় ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পেটালো ছাত্রদল নেতা!

ফরিদপুরের সালথায় মো. সুজন মাতুব্বর (৩০) নামে এক অটোভ্যান চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে সাইফুল আলম নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আহত সুজন এখন হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আহত সুজনের পরিবার বিষয়টি সাংবাদিকদের জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে সালথা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুজন মাতুব্বর উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামের ইদ্রিস মাতুব্বরের ছেলে। অভিযুক্ত হামলাকারী সাইফুল আলমও খলিশাডুবি গ্রামের বাসিন্দা ও ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক।

আহত সুজনের পরিবার জানান, ছাত্রদল নেতা সাইফুল আলমের পারিবারের সাথে তাদের পরিবারের জমি নিয়ে ঝামেলা চলছিল। এর আগে ওই ঝামেলা নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারিও হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদল নেতা সাইফুল প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে উঠেন। সুজনের পরিবারের উপর হামলা চালানোর সুযোগ খুঁজতে থাকেন তিনি।

এরই মধ্যে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সুজন ভাড়া মারার জন্য ভ্যান নিয়ে সালথা বাজারে এলে ছাত্রদল নেতা সাইফুল ও তার ভাই নাইম মাতুব্বরসহ ৩-৪ জন তাকে ধরে একটি বাগানের ভেতর নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা সুজন উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি আহত সুজন এখন হাসপাতালের বিছানায় আঘাতের অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন।

অভিযুক্ত ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ‘সুজন আমার সম্পর্কে ভাতিজা হয়। সে ২০১৪ সালে আমাকে দুইবার লাঠি দিয়ে আঘাত করে। সে সময় আমার বাবা ঠেকাতে গেলে আমার বাবার হাত ভেঙে যায়। এছাড়া দেড়বছর আগেও আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাইতো আমার ছোট ভাই ওকে চড়থাপ্পড় মেরেছে কিন্তু হাতুড়ি পেটা করেনি। পরে বিষয়টি শুনে আমি মিমাংসা করে দিয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এব্যাপারে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION