ফরিদপুরে সুস্থ জীবন গড়ার আহ্বানে রিকশা ও অটো শ্রমিকদের মধ্যে পরিষ্কার (নতুন) পোশাক বিতরণ করা হয়েছে। এছাড়া দিনভর বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসময় স্বাস্থ্য সেবা প্রদান করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মসূচীর আয়োজন করে। বিশ্ব মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকারে এক বছর আগে যাত্রা শুরু করে বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার।
প্রতিষ্ঠানটি শহরের নীলটুলিস্থ মুজিব সড়কের কার্যালয়ে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নানা সামাজিক কর্মসূচী পালন করে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অধ শতাধিক মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ তাদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তারা বলেন, সাংবিধানিকভাবে স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু আমাদের সম্পদ সীমিত হওয়ায় ইচ্ছা থাকা সত্বেও রাষ্ট্র প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
Leave a Reply