ফরিদপুরে বিজয় লোক নাট্যোৎসব-২০২৪
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়েজনে ৯টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে ফরিদপুর অনুষ্ঠিত হলো “বিজয় লোক উৎসব ২০২৪” । জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন অধ্যাপক আলতাফ হোসেন।
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি শাহাদাত হোসেন তিতু র সভাপতিত্বে অন্যরা বক্তব্য দেন। জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন,এ্যাড শিপ্রা গোষাম্মী,জাহিদুল ইসলাম,নিরব ইমতিয়াজ শান্ত । বর্ণীল এই সাংস্কৃতিক উৎসব আয়োজনে জোটভুক্ত ২৫ টি দলের মধ্যে ৯ টি দল উৎসবে অংশগ্রহন করেছিলো — চাঁদের হাট, ফরিদপুর আবৃত্তি সংসদ,অরণি সাংস্কৃতিক সংসদ, অংকুর আবৃত্তি চর্চা কেন্দ্র, বৈশাখী নাট্য গোষ্ঠি, বাংলা থিয়েটার, বহুরুপী সাংস্কৃতিক সংস্থা, খেয়া সাংস্কৃতিক সংস্থা, শহীদ সুফি নাট্য চক্র। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক সনদপত্র প্রদান করা হয় অংশগ্রহণকারী দলগুলোকে।
এর আগে বাংলাদেশের অভ্যুথান এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্জলন ও নিরবতা পালন এর মধ্যে দিয়ে এবং শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে উৎসব শুরু হয়।#
Leave a Reply