দুই ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ : ফরিদপুরের ভাঙ্গায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
শাহাদাত হোসেন তিতু, ফরিদপুর প্রতিনিধি :
নির্বাচন কমিশন কর্তৃক আসন পুনরবিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর-৪ আসন ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনভুক্ত করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেস ওয়ের গোল চক্করের নিচে অবস্থান কর্মসূচি পালন করছে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বেলা সাড়ে এগারোটা থেকে মহাসড়কের একপাশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত দুই ইউনিয়নকে জীবন দিও হলেও রক্ষা করবেন তারা। এ সময় তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন। #
Leave a Reply