ফরিদপুরে সঙ্গীতজ্ঞ অমল ঘোষের দ্বিতীয় প্রয়াণ দিবস পালিত।
শাহাদাত হোসেন তিতু, ফরিদপুর প্রতিনিধি::
সংগীত, স্মরণীয় কথা ও নাটকের মধ্য দিয়ে ফরিদপুরে সঙ্গীতজ্ঞ,সংগীত শিক্ষক শ্রী অমল ঘোষের দ্বিতীয় প্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আপনজন ও সুভানধায়ী ব্যানারে অনুষ্ঠিত স্মরণ সভায় কথা বলেন বিশিষ্ট সংস্কৃতি জন অধ্যাপক আলতাফ হোসেন, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহাদাত হোসেন তিতু, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সংস্কৃতি জন আহমেদ জালাল, ম আহমেদ নিজাম,সংগীত শিল্পী ফারুক হোসেন,বাদল দাস, বিশ্বজিৎ চক্রবর্তী প্রয়াত অমল ঘোষ এর পুত্র প্রসেনজিৎ ঘোষ ও কন্যা নন্দিতা ঘোষসহ অন্যরা।পরে নন্দিতা ঘোষের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতায় তোতা কাহিনী নাটকটি মঞ্চস্থ হয়।
Leave a Reply