ফরিদপুরের চাঁদের হাট গালস ফুটবল একাডেমীর ফুটবলারা ৫০০টাকা করে ঈদ শুভেচ্ছা পেলো
চাঠদের হাট গালস ফুটবল একাডেমীর শিক্ষাথীরা ঈদের বোনাস পেলো ৫০০ করে। জাপান প্রবাসী শেখ মাসুদ এর পাঠানো টাকা ফুটবলারদের হাতে দেওয়া হয়। গতকাল শুক্রবার মাসুদের ভাতিজা মুনিব এই টাকা পৌছে দেন। এসময় একাডেমীর কোচ শাহাদাত হোসেন তিতু উপস্থিত ছিলেন।
Leave a Reply