1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০, বাড়িঘর ভাঙচুর ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে দল থে‌কে অব্যাহতি ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ফরিদপুরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন। ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত-উপদেষ্ঠা রেজওয়ানা হাসান। ফরিদপুর শহরে সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবীদের অক্লান্তশ্রম: ময়লাস্তুপ থেকে রঙিন সজ্জ্বায় রুপান্তর ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফরিদপুরে মৌসুমের সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি তাপমাত্রা, ভোরে মিলল সূর্যের দেখা

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে।প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০.২২ পিএম
  • ২৭ জন সংবাদটি পড়েছেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগে নেমেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন। বিভিন্ন দলীয় প্রার্থীরা হলেন
খন্দকার নাসিরুল ইসলাম— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রতীক : ধানের শীষ।
অধ্যাপক ইলিয়াস মোল্যা— বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক : দাঁড়িপাল্লা।
সুলতান আহমেদ খান— জাতীয় পার্টি, প্রতীক : লাঙ্গল।
মৃন্ময় কান্তি দাস— বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, প্রতীক : রকেট।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন :
সাংবাদিক আরিফুর রহমান দোলন, প্রতীক : জাহাজ,
ব্যবসায়ী আবুল বাশার খান, প্রতীক : ফুটবল
এনসিপি নেতা হাসিবুর রহমান অপু ঠাকুর, প্রতীক : হরিণ
চিকিৎসক গোলাম কবির মিয়া, প্রতীক : মোটরসাইকেল
প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো, প্রতীক : উট।
ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবার এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত নির্বাচনের তুলনায় এবার নতুন ভোটার বেড়েছে ৫ হাজার ৯১৯ জন।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমী জানান, আজ থেকে প্রার্থীরা বিধি মেনে প্রচারণা শুরু করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নির্বাচনী আচরণবিধি রক্ষা করতে পুলিশ ও আনসারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই তিন উপজেলার হাট-বাজার ও পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মধ্যে এখন জয়-পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION