1. faridpurkhabor@gmail.com : Sahadat Hossain Tito : Sahadat Hossain Tito
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর শহরে সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবীদের অক্লান্তশ্রম: ময়লাস্তুপ থেকে রঙিন সজ্জ্বায় রুপান্তর ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফরিদপুরে মৌসুমের সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি তাপমাত্রা, ভোরে মিলল সূর্যের দেখা ফরিদপুরে এক মাসে ৮ হত্যাকাণ্ড ১৮৫ বছর পূর্তিতে ফরিদপুর জিলা স্কুলে মিলনমেলা ফরিদপুরের চরভদ্রাসন উপ‌জেলায় বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে আ‌রিফ শেখ না‌মে এক সুকানি নিখোঁজ হয়েছেন। ফরিদপুর জেলা প্রশাসনের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার ফরিদপুরে জোটভুক্ত সংগঠনের বিজয় দিবস পালন।

ফরিদপুরে সংস্কৃতি অঙ্গনে ফরিদপুরে সংস্কৃতি অঙ্গনে চাঁদের হাটের সেমিনার।

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১.০৭ পিএম
  • ১৮৪ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুরে সংস্কৃতি অঙ্গনে সেমিনার।
ফরিদপুর প্রতিনিধি:
জাতীয় শিশু- কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট ফরিদপুর জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফরিদপুরের সংস্কৃতি উন্নয়নে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সেমিনার।
মূল প্রবন্ধ পাঠ করেন : বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাগচী।
জাতীয় সংগীত এর মধ্য দিয়ে সেমিনারটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সংগীত,নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।এবং প্রবন্ধটি প্রশংসিত হয়।
পরে প্রবন্ধের উপরে আলোকপাত হয়।
ফরিদপুরের সংস্কৃতির উন্নয়নে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে।
প্রথমে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। পরবর্তীতে পুষ্পিতা হালদারের সংগীত ও দিশা পোদ্দারের নিত্য দিয়ে সেমিনারের কার্যক্রম শুরু করা হয়।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর ও শিল্পকলা একাডেমির জেলা কালচার অফিসার সাইফুল হাসান মিলনের শুভেচ্ছা বক্তব্য বক্তব্যের পরেই নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাগচীর মূল প্রবন্ধ পাঠে অনুষ্ঠান আরো বেগবান হয়।
প্রবন্ধকার গোবিন্দ বাগচী সংস্কৃতির সংজ্ঞা সাংস্কৃতিক কর্মীদের সংজ্ঞা এবং উন্নয়নের সংজ্ঞা প্রদান করেন। পরবতিতে ফরিদপুরের সংস্কৃতি উন্নয়নে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। এবং প্রবন্ধটি প্রশংসিত হয়। পরে প্রবন্ধের উপরে আলোকপাত করা হয়।
প্রথমেই আলোচনায় অংশ নেন কবি হারুনুর রশিদ তার মতে অনুসরণ এবং হতাশার কথা উঠে এসেছে।
নাট্যভীনেতা পলাশ খান নিজেদের মূল্যায়ন করতে হবে সম্মান দিতে হবে সঙ্গে অভাব ও দূর করতে হবে।
কবি সৈয়দ মজনু তিনি বলেন অহংকার বোধটুকু সংস্কৃতি টাকে ঘিরে ধরেছে।
কবি ও অভিনেতা সংগঠক কামাল। তিনি পান্ডুলিপির উপর কর্মশালার করতে হবে জোর দেন।
কবি গালিব বলেন প্রবন্ধ চমৎকার হয়েছে প্রবন্ধকার কে নাটকের কর্মশালার উপরে বেশি জোর দিতে বলেছেন। তিনি আরো বলেন কর্মী সংকট এবং দর্শক সংকট। কারণ অহংকার।
আমাদের মধ্যে একটা বিশাল দেওয়াল রয়েছে সেই দেওয়াল ভেদ করিয়া আমাদেরকে আসতে হবে ভেতরে ভেতরে অহংকার এবং নোংরাবতটুকু জাগ্রত আছে বলেন কবি শফিকুল ইসলাম.।
দ্বিধা দ্বন্দ্ব অহংকার এবং কর্মী সম্পর্কে যা বিশেষ করে অহংকার সংগঠনগুলোকে নষ্ট করে ফেলেছে এই কারণে দর্শক সংকট বলেন কবি আব্দুর রাজ্জাক রাজা
তরুন নাট্য কর্মী মিরাজ আক্ষেপ করে বলেন আমাদের মধ্যে একতা নাই এবং আমাদেরকে সুযোগ দেয়া হয় না ।
কবি বিজয় পোদ্দার তিনি কবিতার মধ্য দিয়ে সংস্কৃতির উন্নয়ন ও সংকট তুলে ধরেন তিনি বলেন সংস্কৃতির মধ্যে সংকট রয়েছে,রয়েছ কর্মীর অভাব।
অভিনেতা মেহেদী মিঠু, বলেন সবাইকে এক হতে হবে। সবাইকে অংশগ্রহণ করতে হবে মূল্যায়ন করতে হবে। শ্রেণীবিভেদে ভুলে এক সাথে কাজ করতে হবে।
সংস্কৃতি কর্মী নন্দিতা ঘোষ,তিনি বলেন নিজের সন্তান আত্মীয়-স্বজনদেরকে অনুষ্ঠানে আনতে হবে,আমাদের নতুন প্রজন্মকে দেখাতে হবে শিখাতে হবে। অহংকার রোধ করতে হবে এবং দর্শক সমাগম বেশি করতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। ভেদাভেদ বাদ দিতে হবে।
সংস্কৃতি কর্মী নিরব ইমতিয়াজ শান্ত তিনি বলেন অহংকার সংগঠনটাকে নষ্ট করে দিয়েছে। ভেদাভেদ ইগো এগুলো বাদ দিতে হবে । আর এখন থেকে দেখতে হবে কারা সংগঠনে আসে, কারা আসে না। নিজেরাই মনে করে আমরা এক একটা নির্দেশক ,নাট্যকার। অন্যদেরকে সুযোগ দেন না আরো বলেন. এই উন্নয়ন কর্মশালাটি প্রশংসা করেন। প্রবন্ধকারের প্রশংসা করেন । চমৎকার প্রবন্ধ ঘোষনা, প্রশংসা করেন এবং তিনি বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে আরেকটি সেমিনার করা দরকার।
আবৃত্তিকার জাহিদুল ইসলাম তিনি কর্মশালার উপরে এবং কর্মী সংকটের উপরে বেশি গুরুত্ব দেন এবং বলেন, যে আসবে না সে তার কপাল নিয়ে আসবে না। পরবর্তীতে সে সুযোগ পাবে না। হতাশার কথা বলেন । দর্শক উপস্থিতি সংখ্যা কম, কারণ সংগঠকরা সদা প্রস্তুত না তারা অহংকারীরে ডুবে আছে।
জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন বলেন, সাংস্কৃতিক অঙ্গনে সংগঠকদের ভূমিকা অনেক। সংগঠক তৈরি হচ্ছে না,এদিকে নজর দিতে হবে।
সংগঠক চাঁদের হাটের সভাপতি শাহাদাত হোসেন তিতু বলেন ,আমাদের মধ্যে ইগো প্রবলেম রয়েছে । তাই আজ সংস্কৃতি কর্মীদের উপস্থিতি কম। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ভূমিকা নেবে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট পরবর্তীতে আরেকটি কর্মশালা সেমিনার করবে সেখানে ফরিদপুরের সংস্কৃতিক কর্মীদের উন্নয়নে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা এবং অভিভাবকদের ভূমিকা তিনি শিরোনামে সেমিনার করার আগ্রহী এবং ঘোষণা করেন তিনি আরো বলেন ,আমরা শিশুদের নিয়ে কর্মশালা করেছি, আরো আয়োজন হবে, কাজ বন্ধ থাকবে না।
“”ফরিদপুরের সংস্কৃতি উন্নয়নে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল এর সঞ্চলানায় শহরের ৪০ জন সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022
Design & Developed By : JM IT SOLUTION