‘সবুজসোনা‘কে সেরা পাট ঘোষণা বিজ্ঞানীদের
ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তোষা পাট-৯ এর আরেক নাম‘সবুজসোনা‘।দুই মৌসুম গবেষণা শেষে ফরিদপুরে এক আঞ্চলিক কর্মশালায় এই জাতকে দেশের সেরা পাটজাত বলে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কৃষিবিদ, গবেষক ও বিজ্ঞানীরা।
গতকাল দিনব্যাপী ফরিদপু শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে এক আঞ্চলিক কর্মশালায় এইঘোষণা দেয়া হয়।”বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় ফসলের পরিচিতি, জনপ্রিয়করণ ও সম্প্রসারণ“ শীর্ষক ওই আঞ্চলিক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মজিবর রহমান।
সেখানে উল্লেখ করা হয়, এতদিন বাংলাদেশে যে সব ভারতীয় জাতের পার্ট বীজ বপন করা হয়েছে তার বেশির ভাগই ছিল দুর্বল।কোনটি জলবদ্ধতা সহিষ্ণু নয়, কোনটি বেশি সময় ধরে চাষ করতে হয়, আবার কোনটির উচ্চতা বেশিহলে ও ভঙ্গুর এবংআঁশ পাতলা। নতুন জাত সবুজ সোনা দুইবছর ধরে দেশের বিভিন্ন পরীক্ষামূলক প্লটে আবাদ করেে দখা গেছে,এর উচ্চতা অন্য জাতের থেকে বেশি, আবাদ করতে হয় মাত্র ১০০ি দন যা অন্যযে কোনে াপাটের থেকে তিনথেকে চার সপ্তাহ কম। এটি জলবদ্ধতা সহিষ্ণুহ ওয়ায়ক্ষেতে পানি জমে থাকলে ও কোন অসুবিধা নেই।
বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ও মাগুরা জেলাতে পাট গবেষণা ইনস্টিটিউট প্রদত্ত সবুজ সোনা’র বীজ সফল ভাবে চাষ হয়েছে। আঞ্চলিকওইকর্মশালায় কৃষকরা এইপাটের সফল আবাদের নানা দিক তুলে ধরেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়েরউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউট এর কারিগরি উইং এর পরিচালক ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।প্রধান অতিথিসহ গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সবুজসোনা‘র বীজের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন এবং এইজাতের পাটবীজ কৃষক পর্যায়ে উৎপাদনের পরামশর্ দেন। পাট বীজের বিদেশ নির্ভরতা কমিয়ে নিজের দেশের ভালো জাত নিজেরা উৎপাদনের উপর তাগিদ দেন বক্তারা। এব্যাপারে বিএডিসিকে বীজ উৎপাদনে উদ্যোগী হবার পরামশর্ দেন বিশেষজ্ঞরা।
Leave a Reply