ফরিদপুরে ১০ দিনব্যাপী আরচ্যারী বাছাই প্রশিক্ষণের উদ্ধোধন
Update Time :
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৫.২৭ পিএম
৩০০
জন সংবাদটি পড়েছেন।
ফরিদপুরে ১০ দিনব্যাপী আরচ্যারী বাছাই প্রশিক্ষণের উদ্ধোধন
ফরিদপুরে তৃণমূল পর্যায়ে বালিকা (অনুর্ধ-১৬) ১০ দিনব্যাপী আরচ্যারী বাছাই প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, (২২ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামের হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) আরচ্যারী বাছাই প্রশিক্ষণ ক্যাম্প- ২০২৩ এর শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক তিনি তাঁর বক্তব্যে বলেন, আরচ্যারী একটি আন্তর্জাতিক সমৃদ্ধি খেলা। এই খেলায় বাংলাদেশ বিশ্বে অন্যান্য খেলার চেয়ে সহজে ভালো একটি জায়গায় অবস্থান করতে পারবে।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ শাহ্জাহান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সদস্য মোঃ ফারুক ঢালী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও আরচ্যারী ফেডারেশনের সদস্য মোঃ মাসুদুর রহমান চুন্নু।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এরপরে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply