ফরিদপুরে ছড়াকার এনায়েত হোসেনের ৮০ তম জন্মবার্ষিকী পালিত।
ফরিদপুর প্রতিনিধি:
কেক কাটা,কবিতা পাঠ,আলোচনাসভা ও বই প্রকাশনার মধ্যে দিয়ে ফরিদপুরের ছড়াকার এনায়েত হোসেনের ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গতকাল। ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শিল্পকলা একাডেমীতে কবিতা পাঠ ও কেক কাটা আয়োজন করে অপর দিকে ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদ ফরিদপুর প্রেসক্লাবে আলোচনাসভা ও পালা বদলের ছড়া র দ্বীতিয় সংস্করণ প্রকাশনা অনুষ্ঠান করেন। দুটি অনুষ্ঠানেই বক্তব্য দেন অধ্যাপক এম এ সামাদ,অধ্যাপক আলতাফ হোসেন,শাহাদাত হোসেন তিতু,সায়েম খান,আবুল কালাম আজাদ,মাফুজ খান বাদল,ম আহমেদ নিজাম ও অন্যরা। অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও শহরের গুনিজন ও সাংস্কৃতিক কমীগন উপস্থিত ছিরেন। #
Leave a Reply