ফুলেল শুভেচ্ছায় জেলা কালচারাল অফিসার।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গতকাল ফরিদপুরে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বিকেলে কালচার অফিসার্স ফোরাম এর দ্বিতীয় মেয়াদের সভাপতি নির্বাচিত হওয়ায়, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলনকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করলেন ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি। জোট সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি আমির হোসেন হামিদ,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, অধ্যাপক চৈতন্য দাস, আনিসুর রহমান, নিরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান মিঠু, নন্দিতা ঘোষ ও অন্যরা। অনুষ্ঠানে সাইফুল হাসান মিলন আগামীতে আরো ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন এই প্রাপ্তি ও অর্জন আমার একার জন্য নয়, এটা ফরিদপুরবাসীর সাংস্কৃতিক কর্মীদের পাওনা। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা জেলা শহরকে শিল্পের নগরী করে তোলার চেষ্টা চালাচ্ছি, সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়েই একটি সভ্যসমাজ গড়ে তোলা যায়, সে চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে জাহিদুল ইসলাম জাহিদ, মেহেদী হাসান মিঠু ও আনিসুর রহমান আবৃত্তি শোনান, ও লুৎফননাহার লতা, তৃপ্তি সাহা সংগীত পরিবেশন করেন।পরবর্তীতে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয় এতে রবীন্দ্র-নজরুল উৎসব আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়
Leave a Reply