ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সাবেক এমপিএ কে আজাদ,সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব,ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক,এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও
সাধারন জনগন উপস্থিত ছিলেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মরহুম বীর মুক্তিযোদ্ধার সৈয়দ মাসুদ হোসেনের জীবন ও কর্ম তুলে ধরা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।নামাজে জানাজা শেষ তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয় ।
Leave a Reply