ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ
বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার গ্রেপ্তার তিনজন
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বেলা ১টা থেকে ২-৩০ মিনিটের মধ্যে ভাঙ্গা থানার ব্রাহ্মণপাড়া গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ টিটু সরদার(৩০), পিতা- মৃত্যু টোকন সরদার এর চৌচালা টিনের ঘর এর বাড়িতে অভিযান বানিয়ে- বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেন। এগুলোর মধ্যে হল
২৫০ মিলি প্রাণ জুসের খালি কাঁচের বোতল ১৫ টি,
২৫০ মিলি পেপসি কোমল পানির খালি কাঁচের বোতল ২৮ টি,
২০০ মিলি সেভেন আপ এর খালি কাছের বোতল ২ টি,
২০০ মিলি কোকাকোলা খালি গাছের বোতল ১ টি,
লাল কষ্টেপ ৭ টি,
কালো কষ্টেপ ৩ টি,
সাদা কষ্টেপ ৮ টি,
সুরভীর জর্দার টিনের কৌটা ১২টি,
দিয়াশলাই ২৩৫ টি,
সুতার সলতা ২১ পিস,
গান পাউডার ৪ পাতা (ওজন নয় গ্রাম),
বারুদ ১০০ গ্রাম
সাদা চুল এক কেজি,
৫ লিটার মাম পানির বোতলে ২ লিটার পেট্রোল,
লাল ও সাদা বর্ণের প্লাস্টিকের হাতলের ও স্টিলের বডি যুক্ত চাকু একটি, তৈরিকৃত ১৯ টি পেট্রোল বোমা,
কাগজকৃত ম্যাচের দিয়া সেলাইয়ের বারুদের অংশ ০ গ্রাম উদ্ধার করেন।
এ সময়ে বোমা তৈরীর সাথে জড়িত
মোঃ হোসেন রাজ (২২),
পিতা- মৃত আলতাফ,
সাং শাহআলী, ব্লক-৪ ই, মিরপুর টিএসও-১২১৬,
আহমদুল রশিদ রাকিব (২৫), পিতা নূর মোহাম্মদ স্বপন
সাং- মুক্তারখালী প্রধান বাজার-৩৪৫০, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর,
জুয়েল রানা (২৫), পিতা- জালাল মিয়া, সাং- ধর্মপাশা, থানা- ধর্মপাশা জেলা- সুনামগঞ্জ। এসব ব্যক্তিদের বোমার তৈরীর সময়
হাত নাতে আটক করে থানায় সোপর্দ করা হয় । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply