ফরিদপুরে ছাড়াকার এরএনায়েত হোসেনের
৮০ তম জন্ম দিবস পালন।
বিজয় পোদ্দার ,ফরিদপুর: জীবনের প্রয়োজনে সময় ইতিহাস হয় সাংস্কৃতিক চর্চার স্রোতে কবিতা হয়ে ওঠে জীবন মুক্তির গান সংকল্পের হাতিয়ার রাগ ভাঙ্গার রানার এর মত কবি ছুটে চলেন জীবনের বোঝা কাঁধে মাইলমাইন যুদ্ধ সংগ্রামের মাঠে। কবি ছারাকার সংগীত শিল্পী দেশ ও মানুষের সমগ্র পৃথিবীর সম্পদ হয়ে ওঠে। কবি কখনো বাধা পড়ে না মাথা নত করে না ছলনায় সায় দেয় না ভালোবাসার বাগিচায় হয়ে ওঠেন সম্প্রীতির ভোর ভালোবাসার বন্ধন জীবন বোধের শৈল্পিক প্রহর।
কবিতা পাঠ আলোচনা ও নানা মাধ্যমে ফরিদপুরের পদ্মা বরের সন্তান ছাড়া এনায়েত হোসেনের আশি তম জন্ম দিবস পালন করা হয়েছে। অমৃত সাংস্কৃতিক জোটের আয়োজনে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতি তে চাঁদের হাটের যুগ্ন আহবায়ক মাহফুজ খান বাদলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন। ছড়াকার এনায়েত হোসেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন,পদ্মাপার লোকসংস্কৃতিক সংস্থার সভাপতি মোঃ হারুনা রশিদ ফরিদপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মা আহমেদ নিজাম নাট্য ব্যক্তিত্ব ও কবি গোবিন্দ বাগচী মৃন্ময়। স্বরচিত ও বিভিন্ন কবিতা আবৃত্তি পাঠে অংশ নেন ,ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কবি বিজয় পোদ্দার, মোহাম্মদ সানোয়ার সরদার ,মোঃ শহীদ আল ফারুক, সিদ্ধার্থ শংকর ধর ,প্রভাষক সবিতা বৈরাগী, আব্দু স সামাদ, সায়মা সহ বিভিন্ন কবিরা। প্রধান অতিথি তার বক্তব্যে সম্প্রীতির অন্যতম মাধ্যম সাংস্কৃতিক চর্চা কে বেগবান ও ফরিদপুরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে ঈদের পরে একটি উৎসব করার অনুরোধ জানান সমৃদ্ধ সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের কাছে। সেই আয়োজনে জেলা শিল্প কালা একাডেমী পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply